Thursday, November 20, 2025

আলোচিত সাংবাদিক সালেহ-এর মৃত্যুতে শোকে স্তব্ধ গাজাবাসী

আরও পড়ুন

ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি গাজা সিটির দক্ষিণে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোক পালন করছে দেশটির অসংখ্য মানুষ।

 

২৮ বছর বয়সী এই সাংবাদিককে বিদায় জানাতে দেখা যাচ্ছে অসংখ্য মানুষকে। গত দুই বছর ধরে তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে খবর ও ভিডিও প্রচার করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ফলে তার মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে পড়েছে গাজাবাসী।খবর আল জাজিরার।

 

সূত্র জানিয়েছে, গাজা সিটিতে ফিরে আসা ব্যক্তিদের ওপর হামলায় ইসরাইলি বাহিনীর সঙ্গে যোগসাজশের অভিযোগে অভিযুক্ত কয়েকজন ওই এলাকায় সংঘর্ষে নিহত হয়েছে—সেই একই এলাকায় আলজাফারাওয়িও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আরও পড়ুনঃ  নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা

 

এর আগে ১০ আগস্ট ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরাইলি হামলা নিহত হয়েছেন আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ ও তার চার সহকর্মী। হামলার সময় তারা সাংবাদিকদের থাকার জন্য বানানো একটি তাঁবুতে অবস্থান করছিলেন।

 

গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মোট সাতজন নিহত হন।

 

হামলায় নিহত অন্য সংবাদকর্মীদের মধ্যে ছিলেন—আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ ও ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া।

আরও পড়ুনঃ  গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ জাতিসংঘ আদালতের

 

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি গণমাধ্যমকর্মী গাজায় নিহত হয়েছেন— যা সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ