ময়মনসিংহ গফরগাঁও উপজেলার প্রখ্যাত আলেম, দোগাছিয়া জামিয়া হুসাইনিয়ার সম্মানিত মুহতামিম শায়খ আল্লামা মাহমুদুল হাসান সালমানী (রহ.)-এর জানাজায় উপচেপড়া জনসমুদ্র প্রমাণ করেছে—একজন আলিমে দ্বীনের প্রতি উম্মাহর অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও মায়া কেমন হতে পারে।
হাজার হাজার মানুষের ঢল শুধু একটি জানাজা নয়—বরং এটি ছিল একজন পরহেজগার আলেমের প্রতি উম্মাহর রাজকীয় বিদায়। তাঁর পুরো জীবনটাই ছিল দীন প্রচার, মানুষকে আল্লাহর দিকে আহ্বান এবং আদর্শ সমাজ গঠনে নিরলস প্রচেষ্টার উজ্জ্বল নিদর্শন।
হুজুরের ইন্তেকালে হৃদয় ভেঙে গেলেও, এত মানুষের অংশগ্রহণ প্রমাণ করে—
আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করেন, তাদের বিদায় কখনো নিভে যায় না।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চতম মাকাম দান করুন,
এবং আমাদের সবাইকে তাঁর রেখে যাওয়া আদর্শ ও আমলের পথে চলার তাওফিক দান করুন। আমিন।
আজ শনিবার সকাল ৯:৩০ মিনিটে উনার জানাযার নামাজ সম্পুর্ন হয়।

