Sunday, January 11, 2026

চট্টগ্রামে নারীকে লাথি মারা কে এই যুবক

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক নারীকে যুবকের লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত যুবকের পরিচয়ও জানা গেছে। তাঁর নাম আকাশ চৌধুরী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর রাতে থানা অবরোধও করেন নেতা-কর্মীরা। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রামে এ কর্মসূচি ডাকা হয়। এতে হামলায় কয়েকজন নারীসহ ৮-১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। জামায়াত-শিবির সংশ্লষ্টি সংগঠন এ হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করেন। যদিও জামায়াত ও শিবির অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুনঃ  হাদির ওপর হামলা: রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান

স্থানীয় একাধিক সূত্র জানায়, লাথি মারায় অভিযুক্ত যুবক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তিনি জামায়াত-কিংবা শিবিরের কোনও পদে নেই হলে নেতারা দাবি করেছেন। যদিও মহানগর জামায়াতের আমিরের সঙ্গে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে মুরাদপুর এলাকায় সুন্নিদের কর্মসূচিতেও হামলার অভিযোগ রয়েছে। সেখানে শিবিরের কেউ ছিলেন না বলে মহানগর উত্তর শাখার সভাপতি তানজীর হোসেন ও সেক্রেটারি মুমিনুল হক বিবৃতি দিয়েছেন।

জানা গেছে, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোট মানববন্ধন চলাকালে শাহবাগবিরোধী ঐক্যের কর্মীরাও উপস্থিত হন। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ‘আমার পাওয়ার দরকার নাই পাওয়ার আমার পিছে ঘোরে’

আহতদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম মহানগরের সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলার সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস সিকু এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ রয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ছাত্রজোটের নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় শিবির সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলা চালায়। এতে কর্মসূচি বন্ধ করতে বাধ্য হন তারা। কর্মসূচির আগে ফেসবুকে উস্কানি দেওয়া হয়েছে। ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশানের ভাষ্য, হামলায় আহত চারজনের অবস্থা গুরুতর।

যদিও শাহবাগবিরোধী মঞ্চের নেতা-কর্মীদের অভিযোগ, বামপন্থী সংগঠনগুলো আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে। তারা ন্যায়বিচার মেনে নিতে পারছে না। শাহবাগবিরোধী ঐক্যের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদের ভাষ্য, শাহবাগ আন্দোলনের নামে বাম সংগঠন শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছিল। ফের ষড়যন্ত্র করছে। তারা প্রতিহত করবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ  চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

বিষয়টি বক্তব্য জানতে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে তাঁর কাছে তথ্য নেই। ওসি ও পরিদর্শক (তদন্ত) বিস্তারিত বলতে পারবেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, বিষয়টি তদন্ত চলছে, অবশ্যই হামলাকারী শনাক্ত হবে। আটক দু’জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ