Thursday, January 8, 2026

মিরপুরে এনসিপির ৬ নেতাকর্মীকে কুপিয়ে জখম

আরও পড়ুন

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের উপস্থিতিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  পথসভার যে অভিজ্ঞতা কখনো ভুলবেন না ডা. তাসনিম জারা

আহতদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্ব এই হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত। তবে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্চি কামাল জড়িত উল্লেখ করে তাদের বিচারের দাবি জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ