নিজ মাঠে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের হারের তিক্ততা এখনও ভুলে উঠতে পারেনি বাংলাদেশ দল ও সমর্থকরা। আজ সেই কষ্টের জবাব দেওয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের যোদ্ধারা। এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে।
গ্রুপ ‘সি’-তে এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র একটি ড্র থেকে পাওয়া ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে, তিন ম্যাচে পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। আজকের ম্যাচসহ গ্রুপপর্বে বাংলাদেশ দলের সামনে রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ। তবে আজ হারের মুখ দেখলে মূল পর্বে খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে।
গত ৯ সেপ্টেম্বর ঢাকার মাঠে স্বাগতিক হিসেবে মাঠে নেমেছিল বাংলাদেশ। গ্যালারিতে ছিল হাজারো দর্শকের ভালোবাসা ও সমর্থন। বিপরীতে হংকংয়ের সমর্থক ছিলেন অল্প কিছু। ম্যাচের শুরুতেই হামজা চৌধুরী গোল করে এগিয়ে দেন দলকে, তবে পরপর তিন গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরে মোরসালিন ও শমিত সোমের গোল দলকে সমতায় ফেরালেও শেষ মুহূর্তে হংকংয়ের এক গোল ছিনিয়ে নেয় সম্ভাব্য জয় বা ড্রয়ের স্বপ্ন।
আজকের ম্যাচটি বাংলাদেশ খেলবে প্রতিপক্ষের মাঠে। যদিও দেশ থেকে সরাসরি খুব বেশি সমর্থক সেখানে যাননি, তবুও হংকংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি থাকবে উল্লেখযোগ্য। প্রমাণ হিসেবে বলা যায়—মাত্র দেড় ঘণ্টায় কাই তাক স্টেডিয়ামের ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে, যার বড় একটি অংশ কিনেছেন প্রবাসীরা।
আজ বাংলাদেশে যারা খেলাটি সরাসরি দেখতে চান, তাদের জন্য ভরসা ‘বঙ্গ’ অ্যাপ। ম্যাচটি এই ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে। আগের ম্যাচটি টেলিভিশনে টি-স্পোর্টসে দেখা গেলেও, এবারের ম্যাচ তাদের সম্প্রচারসূচিতে নেই। এছাড়া ‘স্পোর্টজফাই’ অ্যাপেও ম্যাচটি উপভোগ করা যাবে।

