Thursday, January 8, 2026

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’

আরও পড়ুন

দীর্ঘ প্রায় ১৮ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার আগে বিমানে বসেই এক আবেগঘন বার্তা দেন তিনি। ফেসবুকে লেখেন—“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

তারেক রহমানের এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বসহকারে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং তুরস্কের আনাদোলু এজেন্সি ভিন্ন ভিন্ন শিরোনামে তার দেশে ফেরার খবর প্রকাশ করেছে

আরও পড়ুনঃ  মিরপুরে এনসিপির ৬ নেতাকর্মীকে কুপিয়ে জখম

প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপি নেতা এবং দক্ষিণ এশিয়ার দেশটির সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন। এ সময় রাজধানীতে তার দলের হাজার হাজার সমর্থক তাকে স্বাগত জানান।

মার্কিন বার্তা সংস্থা এপি লিখেছে,
“ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।”

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ